বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২২, ৭:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন এর ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৫ রজমান (১৭ এপ্রিল) বরিশাল নগরীর ব্লাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও বরিশাল সদর উপজেলার সভাপতি বশির আহমেদ ঝুনু, স্পার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন খান, আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সাল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ। সংগঠনের সদস্য ও শুভানুয়ীরা উপস্থিত ছিলেন।