বরিশালে ১০ টাকা নিয়ে কথা কাটাকাটি: ক্রেতাকে মারধর, দোকান ভাঙচুর
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
বরিশালে ১০ টাকা বেশি চাওয়া নিয়ে ক্রেতার সঙ্গে ঝগড়ার জেরে নগরীর লঞ্চঘাট এলাকায় ঘোষ মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার নগরীর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালী থানা পুলিশ দোকান মালিক স্বপন ঘোষকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, ক্রেতা সৌরভ ঢালী বরিশাল হাজী মোহাম্মদ মহসীন হকার্স মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী। সকাল ১০টার দিকে তিনি মার্কেটসংলগ্ন ঘোষ মিষ্টান্ন ভান্ডারে নাশতা করেন। পরে বিল পরিশোধের সময় ১০ টাকা বেশি চাওয়া নিয়ে দোকান মালিক স্বপন ঘোষের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়।
তিনি আরও জানান, এক পর্যায়ে স্বপন ঘোষ উত্তেজিত হয়ে কর্মচারীদের নিয়ে সৌরভ ঢালীকে মারধর করে। বর্তমানে সৌরভ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর জেরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দোকানটিতে হামলা চালায়।
এ খবর ছড়িয়ে পড়লে মহসিন মার্কেটের বেশ কিছু ব্যবসায়ী ও কর্মচারী সংঘবদ্ধ হয়ে ঘোষ মিষ্টান্ন ভান্ডারে হামলা করেন। পর্যায়ক্রমে স্থানীয় আরও অনেকে তাদের সঙ্গে যোগ দেন। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি সামাল দিতে স্বপন ঘোষকে আটক করে থানায় নিয়ে আসতে চাইলে বিক্ষুব্ধ জনতা পুলিশকে বাঁধা দেয় এবং স্বপনকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। এর জবাবে বিক্ষোভকারীরাও পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। এতে বিক্ষোভকরী হেলাল (৪৫), মিজানুর রহমান (৩০) ও জামাল উদ্দিনসহ আরও কয়েকজন আহত হন।
এদিকে বিকেল ৩টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) ফজলুল করীম ঘটনাস্থলে আসেন। তিনি এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
তিনি জানান, স্বপন ঘোষকে উদ্ধার করতে গিয়ে বিক্ষোভকারীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা তদন্ত সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।