নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ এক দম্পত্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। এরা হলো ওই বস্তির পলাশ হাওলাদার (৩৫) ও তার স্ত্রী লিপি বেগম (৩১)।বৃহস্পতিবার রাত ৯টায় নগরীর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মো. মনজুর রহমান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ ওই দম্পত্তিকে আটক করা হয়। আটককৃতদের কোতয়ালী থানায় সোপর্দ করে মামলা দায়ের করার কথা জানান তিনি।