ডেস্ক রিপোর্ট ॥ তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়াতে বিভাগীয় পর্যায়ে কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বরিশালে র্যালির অনুষ্ঠিত হয়।
র্যালির উদ্ধোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। এসব কর্মশালায় যেসব তরুণ উদ্যোক্তা সম্ভাবনার ছাপ রাখতে পারবেন, তাদের জন্য আর্থিক, প্রযুক্তি, উদ্ভাবনাসহ অন্যান্য ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।
‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা বরিশালের আগে গত ২৬ জানুয়ারি রাজশাহী, ১০ ফেব্রুয়ারি রংপুর এবং ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় অনুষ্ঠিত হয় বলে বলে বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।