বরিশালে ‘নিরাপদ পানীয়, সুস্থ জীবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: ৯ জুলাই, ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
‘নিরাপদ পানীয়, সুস্থ জীবন’ শীর্ষক এক সেমিনার আজ বারটানের হলরুমে অনুষ্ঠিত হয়।বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই)অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন।তিনি বলেন, পৃথিবীতে পানির কোনো অভাব নেই ঠিক, তবে বিশুদ্ধ জলের সংকট রয়েছে।পানি মানুষের জন্য অপরিহার্য হলেও মানুষই তা দূষণ করে।তাই নিরাপদ পানি নিশ্চিতকরণে সবাইকে সচেতন হতে হবে। তা নাহলে ভবিষ্যত প্রজন্মের জন্য হবে ভয়ঙ্কর বিপদ।আয়োজক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং ডিএই বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাসিরুদ্দিন আহমেদ,ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক মো. নজরুল ইসলাম, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বাবুল আকতার প্রমুখ। সেমিনারে কৃষি মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য অদিদপ্তরের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।