স্টাফ রিপোর্টার :
এস এম ই ফাউন্ডেশনের আয়োজনে বরিশালে তিন দিন ব্যাপী শুরু হয়েছে ডিজিটাল মার্কেটিং বিষয়ক কর্মশালা।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল সেন্টার মিলনায়তনে শনিবার ১২ অক্টোবর সকাল দশটায় প্রশিক্ষনের উদ্বোধন করেন এস এমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার আশরাফুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন গ্রাফিক্স পিপল’র প্রজেক্ট ম্যানেজার এ এস এম সামজিদুল ইসলাম ও প্রিজম প্রজেক্টের অফিস ম্যানেজার পিয়াস ভট্টাচার্য। প্রশিক্ষনে বিশজন প্রশিক্ষনার্থী অংশ নেয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত এ প্রশিক্ষনটি ১৪ অক্টোবর শেষ হবে।প্রশিক্ষন কোর্সে ডিজিটাল মার্কেটিং বিষয়ে ব্যাপক ধারনা দেয়া হবে। উদ্বোধনীতে বক্তারা বলেন,
ডিজিটাল পৃথিবীতে ডিজিটাল মার্কেটিংয়ের বিকল্প নেই। তাই এখনকার অধিকাংশ ব্যাবসা প্রতিষ্ঠানই তাদের বিপণন কৌশলে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে। সত্যিকার অর্থে, ডিজিটাল মার্কেটিং অন্যান্য মার্কেটিংয়ের চেয়ে অনেক বেশি দ্রুত, বহুমুখী বাস্তবসম্মত। ডিজিটাল মার্কেটিং একই সাথে ভোক্তা এবং বিপননকারী উভয়েরই সমান উপকারে আসে।অনলাইন ডিজিটাল মার্কেটিংএ আপনাকে এমন নতুন কোন চমৎকার কৌশল ধরে রাখতে হবে, যা সর্বদা আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে।