মামুনুর রশীদ নোমানী :
করোনাভাইরাস প্রভাব দেশের বিভিন্ন স্তরে পড়েছে। কর্মহীন মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। আবার খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারা দেশের মতো বরিশালেও অফিস আদালত, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, রেস্তোরাঁ, বেকারি বন্ধ রয়েছে। এতে খাদ্য সংকটে পড়েছে সড়কে ঘুরে বেড়ানো কুকুরও। খাবার না পেয়ে এ সব বেওয়ারিশ কুকুরকে শহরের বিভিন্ন রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায়। শহরে অনাহারী কুকুরগুলোর জন্য অনেকে এগিয়ে এসেছেন। কখনো ভাত, কখনো খিচুরি আবার অন্য কোন খাদ্য দ্রব্য খাওয়াচ্ছেন জেবিন খান নামে একজন নারী। নিজে খাবার নিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে ছুটে কুকুরকে খাবার দেন তিনি।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেন ,
“সব সময় তো নিজেদের জন্য রান্না করি। আজ রান্না করলাম রাস্তার কুকুরের জন্য।রাস্তার কুকুর গুলোর জন্য আমার ওনার খুব মায়া। দু তিন ধরে বাসার টুকটাক খাবার কুকুর কে দিচ্ছেন। কাল রাতে দেখি বাসার রান্না খাবার সব দিয়ে আসল।রাতে চানাচুর মুড়ি খেয়ে ঘুমায়। চিন্তা করলাম এটা তো ভালো কাজ।কোন ভাইরাল বা সেলিব্রেটি হতে আমার পোস্টটি নয়।কেউ খারাপ ভাবে নিবেন না।আপনার পাশের প্রানীটি বাঁচাতে আপনি এগিয়ে আসুন।
লকডাউন চলছে। সৃষ্টির্কতার সৃষ্টি আজ আমরা সবাই অসহায়।”
জেবিনের মত এগিয়ে আসুন। জাবিনের এই ব্যতিক্রমধর্মী কাজকে সাধুবাদ জানিয়েছে সাধারন মানুষ।