বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ফেসবুক। এই প্ল্যাটফর্মে প্রোফাইল ভেরিফিকেশন সম্পূর্ণ করলে মিলবে ব্লু টিক। তাই নিজের প্রোফাইলে ব্লু টিক চাইলে প্রোফাইল ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে হবে। কীভাবে নিজের ফেসবুক প্রোফাইল ভেরিফাই করবেন? সহজ উপায় দেখে নিন।
প্রোফাইল অথবা পেজ ভেরিফিকেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন করতে হবে। এই জন্য মানতে হবে কিছু নিয়ম। প্রথমের নিজের প্রোফাইলে সব তথ্য দিয়ে তা সম্পূর্ণ করতে হবে। এছাড়াও আপনার অ্যাকাউন্ট অথবা আসল হতে হবে। এছাড়াও ফেসবুক সার্চ এনেবেল করে রাখতে হবে অ্যাকাউন্টে। একই সঙ্গে কোন পেজের করতে গেলে তা একটি ব্র্যান্ডের হতে হবে।
ফেসবুক ভেরিফায়েড করার আগে করণীয়
ফেসবুক প্রোফাইল ভেরিফিকেশন করতে হলে নিচের করণীয় কাজগুলো আগে করুন-
প্রোফাইলে কভার ছবি অ্যাড করুন।
প্রোফাইল ফটো অ্যাড করুন।
ফেসবুকের নিয়ম মেনে প্রোফাইলের নাম সেট করুন।
প্রোফাইলে ফলো অপশন চালু করুন।
ফেসবুক প্রোফাইলে ব্লু টিক পাবেন কীভাবে?
ফেসবুক ওপেন করে প্রথমে ভেরিফিকেশন আবেদনের জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে।
সেখানে প্রথম বিভিন্ন তথ্য দিতে হবে। নিজের পেজ ভেরিফাই করছেন না প্রোফাইল? তা জানাতে হবে।
এরপরে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে।
এর পরে চুজ ফাইলস সিলেক্ট করে নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে।
এবার কোন বিভাগের অধীনে প্রোফাইল অথবা পেজ ভেরিফাই করছেন তা সিলেক্ট করতে হবে
এবার নিজের দেশের নাম সিলেক্ট করুন।
আপনার সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক ৫টি প্রতিবেদনের লিঙ্ক পাঠাতে হবে ফেসবুককে
আবেদন পত্র সাবমিট করার আগে এক লাইনে লিখুন কেন আপনার প্রোফাইলে ব্লু টিক প্রয়োজন।
এইভাবে খুব সহজ উপায়ে নিজের ফেসবুক পেজে ব্লু টিকের আবেদন করতে পারেন। কয়েক দিনের মধ্যে আপনি ফেসবুকের কাছ থেকে মেসেজ পেয়ে যাবেন। আপনি যোগ্য হলে প্রোফাইলে ব্লু টিক দেবে ফেসবুক।
কারা পাবেন ব্লু টিক?
তবে জেনে রাখা প্রয়োজন সব ব্যবহারকারীর প্রোফাইলে ব্লু টিক দেয় না ফেসবুক। নির্দিষ্ট ব্র্যান্ড, পাবলিক ফিগার ও সংবাদমাধ্যমের প্রোফাইল ও পেজের জন্য ব্লু টিকের আবেদন করা যায় জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
ফেসবুক প্রোফাইল ভেরিফায়েড করার জন্য এই লিংকে আবেদন করুন।