নিজস্ব প্রতিবেদক : নেছারাবাদের স্বরূপকাঠী পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। এরমধ্যে অন্যতম হল ৫নং ওয়ার্ড। ওয়ার্ডের অধিকাংশ মানুষ নার্সারি ব্যবসাসহ বিভিন্ন কাজে জড়িত। পিছিয়ে নেই শিক্ষার দিক থেকেও। সেই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দ্বায়ীত্ব নিয়ে রাত- দিন সাধারন, খেটে খাওয়া অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন মোঃ জাহিদুর রহমান। মহামারী করোনাভাইরাস দেখা দেওয়ায় দেশব্যাপী চলছে লকডাউন কর্মসূচি। সে লক্ষ্যে সরকার ঘোষিত সাহায্য ও ত্রান সহায়তা পৌছে দিচ্ছেন অসহায় মানুষের ঘরে ঘরে। এ ছাড়াও কাউন্সিলর তার ব্যাক্তিগত তহবিল থেকে ত্রান সহায়তা করে যাচ্ছেন। এ নিয়ে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া নিয় প্রসংশায় ভাসছেন বারবার নির্বাচিত কাউন্সিলর মোঃ জাহিদুর রহমান।
একান্ত স্বাক্ষাতকারে কাউন্সিলর মোঃ জাহিদুর রহমান জানান, বিশ্বব্যপী দেখা দেওয়া মরনব্যধী করোনাভাইরাস আমাদে দেশেও আঘাতহেনেছে। এ থেকে পরিত্রান পাওয়ার জন্য আমাদের সরকারী নিয়ম- কানুন মেনে চলতে হবে। সামাজিক দুরত্ব বজার রাখতে হব। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যাওয়া যাবে না। বাহিরে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, লকডাউনে অসহায়দের জন্য বরাদ্ধকৃত ত্রান সামগ্রী সঠিক ভাবে পৌছে দেওয়া হচ্ছে তবে সরকারী সাহায্যের তুলনায় এই ওয়ার্ডে অসহায় মানুষের সংখ্যা অনেক বেশী। দোয়া করি আল্লাহ যেন এই করোনাভাইরাস থেকে আমাদের সকলকে মুক্ত করেন।