পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহবুব ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ডুবুরি দলের তিনটি ইউনিট সকাল সাড়ে পাঁচটা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গতকাল ২৫ জনের মরদেহ উদ্ধারের পর রাত ১১টায় উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ৩২ জনের মরদেহ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতদের মধ্যে ১৬ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।