পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ দুটি উদ্ধার করেন।
এ ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জনে দাঁড়াল। এদের পরিচয় শনাক্তকরণ চলছে।
করতোয়ার পাড়ে এখনো অসংখ্য স্বজন অপেক্ষায় আছেন। অর্ধশত নিখোঁজ রয়েছে বলে স্বজনদের দাবি।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহবুব ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ডুবুরি দলের তিনটি ইউনিট সকাল সাড়ে পাঁচটা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, গতকাল ২৫ জনের মরদেহ উদ্ধারের পর রাত ১১টায় উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ৩২ জনের মরদেহ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতদের মধ্যে ১৬ জন নারী ও ১০ জন শিশু রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com