নেছারাবাদের স্কুল সভাপতি কাজী নান্নুর উদ্যোগে ৫০০ শিক্ষার্থীদের পরিবারের মাঝে ত্রাণ বিতরন
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২০, ৯:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নেছারাবাদ প্রতিনিধিঃ নেছারাবাদের আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি কাজী আবুল বাশার মাহমুদর (নান্নু কাজী)পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন। সোমবার সকালে বিদ্যালয় মাঠে এ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ত্রান দেওয়া হয়। এ সময় আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আরামকাঠী হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল, আটা, আলু, ডাল, পিয়াজ, তৈল ও সাবান এর প্যাকেট বিতরন করেন। এসময় আকলম মুসলিম
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্যদের নিয়ে ওই ত্রানের প্যাকেট বিদ্যালয়ের একটি কক্ষে রেখে দেন সেখান থেকে অভিভাবকরা সামাজিক দুরত্ব বজায় রেখে প্যাকেট নিয়ে যান।