আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঢাকায় রয়েছেন। তিনি কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নির্বাচন পরিচালনা কার্যক্রম ঢাকা থেকেই করবেন। আর নৌকা প্রতীককে বিজয়ী করবেন বলে মন্তব্য করেছেন আ. ফ. ম বাহাউদ্দিন নাসিম।
শুক্রবার বিকেল ৩টায় বরিশাল জেলার গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে এই বর্ধিত সভায় এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
বাহাউদ্দিন নাসিম বলেন, নৌকার বিপক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১২ জুন পর্যন্ত সকলকে ধৈর্য ধরতে হবে, সকলের সহ্য ক্ষমতা বাড়িয়ে নৌকাকে জয়ী করে ঘরে ফিরতে হবে।
নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আকতার, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সদস্য গোলাম রাব্বানী চুন্নু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহনগর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
জানা গেছে, সংসদ সদস্য আবুল হাসানাতের ছেলে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ ফের মনোনয়ন না পাওয়ায় নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে। গত ১৫ এপ্রিল আবুল খায়েরকে প্রার্থী ঘোষণা করার পর এ পর্যন্ত সাদিক বরিশালে আসেননি এবং নগরীতে তাঁদের অনুসারীরা খোকন সেরনিয়াবাতের নির্বাচনী কাজে যুক্ত হননি। খোকন সেরনিয়াবাতকে ঘিরে সৃষ্ট আওয়ামী লীগের নতুনবলয়ের নেতা-কর্মীরা মেয়র সাদিককে ইতিমধ্যে বরিশাল নগরে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।
বিরোধ মেটাতে আজ কাঙ্ক্ষিত বর্ধিত সভা বরিশাল নগর থেকে ৪১ কিলোমিটার দূরে গৌরনদী উপজেলায় অনুষ্ঠিত হয়। নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মঈন তুষার বলেন, এর আগের সব নির্বাচনে আচরণবিধির প্রতি সম্মান রেখে দলের সব ধরনের সভা হতো নগর থেকে ১০ কিলোমিটার দূরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে। এবার গৌরনদীতে কেন বিশেষ বর্ধিত সভার আয়োজন, এ নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতও বলেছেন, প্রার্থী ঘোষণার দেড় মাস পর আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন শুক্রবারই কেন বর্ধিত সভা ডাকা হলো?
বর্ধিত সভার সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘যেহেতু বরিশাল সিটি করপোরেশনে আমার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র ছিল। সে (সাদিক) যেহেতু মনোনয়ন পায়নি। তাই তাঁর অনেক অনুসারীর মনে কষ্ট থাকতে পারে। তবে নৌকা মার্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।’