মিলন কান্তি দাসঃ
নলছিটিতে বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। সেই থেকে সংগ্রাম ইতিহাস আর ঐতিহ্য নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ আওয়ামী লীগ।নলছিটি উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মরযাদায় পালন করেছে।দিনটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ’র সহ সভাপতি খোন্দকার মুজিবুর রহমান’র সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামি লীগ জাতীয় পরিষদ সদস্য,ঝালকাঠি জেলা আওয়ামি লীগ সহ- সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ- সভাপতি মুক্তিযুদ্ধা তাজুল ইসলাম চৌধুরী দুলাল, যুগ্ম সম্পাদক এ্যাড. মোহাম্মদ হোসেন খোকন,নিখিল চন্দ্র মন্ডল,দপ্তর সম্পাদক মোহম্মদ ইউসুফ আলী তালুকদার, ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি মোহম্মদ এস্কেন্দার আলী খান,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জার্নধন দাস, ইঞ্জিনিয়ার মাসুম হোসেন,সাবেক উপ সহকারি কৃষি অফিসার খন্দকার মোহম্মদ মহসিন,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহম্মদ অনিক সরদার, সাধারণ সম্পাদক মোহম্মদ দিদারুল আলম রায়হানসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ, কৃষক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহম্মদ জলিলুর রহমান আকন্দ।