দ্বিতীয় ধাপের সংক্রমণে মারা যেতে পারে কয়েক লাখ মানুষ: ডব্লিউএইচও
প্রকাশ: ২৭ জুন, ২০২০, ২:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্কঃ
করোনা মহামারির দ্বিতীয় ধাপের সংক্রমণে বিশ্বে কয়েক লাখ মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।সংস্থাটির কৌশলগত উদ্যোগ সংক্রান্ত সহকারী মহাপরিচালক রানিয়েরি গুয়েরা এক টেলিভিশন সাক্ষাৎকারে এ সতর্কতা দেন।বিশ্বের বিভিন্ন দেশ যখন বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছে ঠিক তখনই এমন আভাস দিলেন গুয়েরা। তার মতে, কোভিড-১৯ আচরণকে স্প্যানিশ ফ্লু-এর সঙ্গে তুলনা করা যায়। গ্রীষ্মের সময়ে স্প্যানিশ ফ্লু’র প্রকোপ কমে গিয়েছিল। তবে, কয়েক মাস পরেই তা ভয়াবহ রূপে হাজির হয়েছিল।স্প্যানিশ ফ্লু’র দ্বিতীয় ধাপের সংক্রমণে সে সময় প্রাণ হারিয়েছিল ৫ কোটি মানুষ। করোনাভাইরাসও একই আচরণ করছে বলে আশঙ্কা করছেন গুয়েরা।