অনলাইন ডেস্কঃ
করোনা মহামারির দ্বিতীয় ধাপের সংক্রমণে বিশ্বে কয়েক লাখ মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।সংস্থাটির কৌশলগত উদ্যোগ সংক্রান্ত সহকারী মহাপরিচালক রানিয়েরি গুয়েরা এক টেলিভিশন সাক্ষাৎকারে এ সতর্কতা দেন।বিশ্বের বিভিন্ন দেশ যখন বিধি-নিষেধ শিথিল করতে শুরু করেছে ঠিক তখনই এমন আভাস দিলেন গুয়েরা। তার মতে, কোভিড-১৯ আচরণকে স্প্যানিশ ফ্লু-এর সঙ্গে তুলনা করা যায়। গ্রীষ্মের সময়ে স্প্যানিশ ফ্লু'র প্রকোপ কমে গিয়েছিল। তবে, কয়েক মাস পরেই তা ভয়াবহ রূপে হাজির হয়েছিল।স্প্যানিশ ফ্লু'র দ্বিতীয় ধাপের সংক্রমণে সে সময় প্রাণ হারিয়েছিল ৫ কোটি মানুষ। করোনাভাইরাসও একই আচরণ করছে বলে আশঙ্কা করছেন গুয়েরা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com