সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতাঃ
দূর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে এবং পটুয়াখালীর দশমিনা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মঙ্গলবার আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে মত বিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়। দূর্নীতি করবো শেষ, গড়বো সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দূর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত পটুয়াখালীর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার।
বিশেষ অতিথি ছিলেন, দূর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর সহকারী-পরিচালক আনোয়ার সাঈদ। আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল, সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথি দূর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-পরিচালক মোঃ মোজাহার আলী সরদার উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন। সভা শেষে কমিটির সদস্যসহ অতিথিরা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয়, বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় ও দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত সততা ষ্টোরের কার্যক্রম পরিদর্শন করেন।