বৃহস্পতিবার ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ



টস জিতল ইংল্যান্ড, সিদ্ধান্ত গেল ভারতের পক্ষেই
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২২, ১:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

টস জিতল ইংল্যান্ড, সিদ্ধান্ত গেল ভারতের পক্ষেই

 স্পোর্টস ডেস্ক 

অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত আর ইংল্যান্ড। এই ম্যাচটাতে জিতলেই ভারত ফাইনাল খেলবে পাকিস্তানের বিপক্ষে।

বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে আগেই ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য গেছে জশ বাটলারের পক্ষে। টসে জিতেই ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন তিনি।

তবে টসে হেরেও সিদ্ধান্ত তাদের পক্ষেই গেছে জানালেন রোহিত শর্মা। ভারতও চেয়েছিল, আগে ব্যাটিং।

ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন, ‘আমরা যেভাবেই হোক আগে ব্যাট করতাম। আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমরা সব টুর্নামেন্টে যেমন খেলি, তেমনভাবে খেলার আরেকটি সুযোগ আমাদের সামনে। নার্ভ ধরে রাখা এবং শেষ পর্যন্ত খেলাটি নেওয়া গুরুত্বপূর্ণ। আমরা সাম্প্রতিক বছরগুলিতে এই ছেলেদের নিয়েই খেলেছি এবং আমরা জানি তাদের কী শক্তি-দুর্বলতা রয়েছে। এটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ। শান্ত থাকা এবং নিজেদের পরিকল্পনায় স্থির থাকাটা গুরুত্বপূর্ণ।’




প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত