মামুনুর রশীদ নোমানী : ঝালকাঠির ডিবি পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে ঝালকাঠি সদরের
৯নং ওয়ার্ডের পূর্ব ষ্ট্যান্ড রোডের এমরান হাওলাদারের মুদী দোকানের পূর্ব পাশের গলি
থেকে দুইশত গ্রাম গাজাসহ
র মাথায় হইতে ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ পোনাবালিয়ার আলমগীর হাওলাদারের পুত্র মোঃ আসিফ হাওলাদারকে আটক করে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনিরুজ্জামান ।এ সময় তার সাথে ছিলেন জেলা গোয়েন্দা শাখার একটি দল ।
গাজাসহ আটক আসিফ হাওলাদারকে ১৫ জুলাই রাত ১১টার সময় ঝালকাঠি থানায় হস্তান্তর করে।
হস্তান্তরের পরে সুযোগ বুঝে ১৬ জুলাই সকাল ৬টার সময় আসামী আসিফ হাওলাদার থানা থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, বিভিন্ন স্থানে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ জুলাই সকাল সাড়ে দশটার দিকে আটক করে থানা থেকে পালিয়ে যাওয়া আসিফ হাওলাদারকে।
সুত্র জানায়,পালিয়ে যাওয়া আসামী আসিফকে তার অভিভাবকরাই পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে পুলিশ বলেছে আমরা অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়া আসামীকে আটক করেছি।
এ ব্যাপারে ঝালকাঠি বারের সদস্য মানিক লাল আচার্য্য জানান, থানা থেকে আটক আসামী পালিয়ে যাওয়ার ঘটনা থানা কর্তৃপক্ষের দুর্বল নিরাপত্তার বহিঃপ্রকাশ।পুলিশের ব্যর্থতা ও দ্বায়িত্বহীনতার কারনেই আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পায়। আসামি পালিয়ে যাওয়ার সময় যারা দ্বায়িত্বে ছিল তাদেকে দ্বায়িত্বে অবহেলার কারনে বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটবেনা বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান , আসামীর বয়স কম হওয়ায় হাজতখানায় রাখা হয়নি ।হেল্প ডেস্ক রুমে রাখা হয়েছিল। সুযোগ বুঝে পালিয়ে যায়।পরে অনেক স্থানে তল্লাশী করে আবার আটক করা হয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া আসামীকে উদ্ধার করা হয়েছে।