বগুড়া শহরে জুয়ার আসরে অভিযান চালানোর সময় মাসোহারা দাবি করায় এসআই মাসুদ রানা ও তাঁর সোর্স ইকবাল হোসেন তোপের মুখে পড়েন। স্থানীয়রা তাঁদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে দু’জনকে উদ্ধার করে।
শুক্রবার বিকেলে শহরের নাটাইপাড়া (নাপিতপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা থেকে মাসুদ রানাকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পাশাপাশি ইকবাল হোসেনকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়া সদর থানার এসআই মাসুদ রানা তাঁর সোর্স ইকবালকে নিয়ে বিকেলে নাপিতপাড়ায় তরুণ কুমার শীলের বাসায় যান। পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে তরুণের মোবাইল ফোন জব্দ করেন। বাসার ভেতর কয়েক যুবক মোবাইল ফোনে জুয়া খেলছিলেন এমন অভিযোগ করে পুলিশ সদস্যরা তাঁদের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পুলিশের এ কর্মকাণ্ড অন্যরা মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে তাঁদের মারধর করেন মাসুদ।
তরুণ শীলের পরিবারের অভিযোগ, পুলিশ বাড়ির নারী সদস্যদেরও মারধর শুরু করলে প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা এক পর্যায়ে মাসুদ ও ইকবালকে অবরুদ্ধ করে রাখেন। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি সামাল দিতে অবরুদ্ধ দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের উদ্ধার করে থানা নেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, পুলিশ সুপারের নির্দেশে এসআই মাসুদ রানাকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ইকবালকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।