হঠাৎ করে কোটি কোটি টাকা বাজার থেকে নিয়ে পালিয়ে যায় বহু প্রতারক। বাহারী চমকদার বিজ্ঞাপন দিয়ে লোভের টোপ দেয় ক্রেতাদের। আমরা অনেক লোভী ধরা পড়ি সে সব মিথ্যুকের কাছে। ফলে আমরা প্রতারিত হই প্রতারক কোম্পানীর নিকট।এমন নজির অসংখ্য।
“বরিশাল মার্কেট ” কেন ব্যতিক্রমী?
” বরিশাল মার্কেট এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোন ক্রেতা বা সদস্যদের এক পয়সারও লস হওয়ার সম্ভবনা নাই। নাই প্রতারিত হওয়ার সুযোগ।
” বরিশাল মার্কেট ” এর সদস্য হোন ফ্রি। পণ্য দেয়া হবে ক্যাশ অন ডেলিভারি ভিত্তিতে। রয়েছে পার্টনার হওয়ার সুযোগও। তবে পার্টনার হওয়া যাবে কোরান সুন্নাহর নির্দেশিত আলোকে।
আল্লাহপাক ব্যবসাকে বা কেনাবেচাকে হালাল এবং সুদকে হারাম করেছেন..আল কুরআন
ব্যবসা- বাণিজ্য হচ্ছে হালাল উপার্জনের একটি অনন্য পন্থা। ব্যবসাকে হালাল ঘোষণা করে আল্লাহপাক ইরশাদ করেন- “আল্লাহপাক ব্যবসাকে বা কেনাবেচাকে হালাল এবং সুদকে হারাম করেছেন” (সূরা বাক্বারা: আয়াত ২৭৫)। অন্য আয়াতে ইরশাদ হচ্ছে ‘হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে ঘ্রাস করো না কিন্তু পরস্পর রাজী হয়ে ব্যবসা করা বৈধ’ (সূরা নিসা: আয়াত-২৯)।
হাদিস শরিফে এসেছে, ‘সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে।’ (জামে তিরমিজি, হাদিস : ১২০৯)
সঠিক ব্যবসা একটি ইবাদাত এর প্রতি উৎসাহের জন্য নিজে ব্যবসা করাও ইবাদাত।
“বরিশাল মার্কেটে
বিনা পুঁজিতে আয়ের সুযোগ ”
যেসব বন্ধুরা ও স্বজনরা বিনা পুঁজিতে আয়ের সুযোগ “নিবেন তাদের অনলাইন ও অফলাইনে একটু শ্রম/মেহনত করতে হবে। বরিশাল মার্কেট এর নীতিমালা ফলোকরে লাভবান হবেন আপনি নিজে ও আপনার পরিবার লাভবান হবে, আল্লাহ না করুক এমন কি আপনি দুনিয়া থেকে চলে গেলেও আপনার সন্তানেরা লাভবান হতে থাকবে, আর মেহনত/শ্রম না করলে লস নেই।
পাটনার হওয়ার রয়েছে সুবর্ন সুযোগ 🌻
যেসকল ভাই ও বোনেরা দেশে কিংবা বিদেশে চাকুরী কিংবা ব্যবসা করছেন আপনারা চাইলে আলোচনা সাপেক্ষে বিনিয়োগের মাধ্যমে ” বরিশাল মার্কেট ” এর পাটনার হতে পারবেন। “বরিশাল মার্কেট” এর নীতিমালা অনুযায়ী আপনাকে আয় থেকে অংশ বন্টন করা হবে আপনাদের মাঝে।
এছাড়া বাড়তি আয়ের জন্য আপনাদের কাজের পাশাপাশি অবসর সময় বরিশাল মার্কেট এ কাজ করার সুযোগও রয়েছে।
শ্রমের বিকল্প নাই। লেগে থাকলে অর্জন হবে
সম্পদ এবং সুখ শান্তি ইনশাআল্লাহ।
সাহস করে শুরু করুন “বরিশাল মার্কেট ” কর্তৃপক্ষের সাথে আলোচনা করে।
জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।
“বরিশাল মার্কেট” এ অংশ গ্রহন করে
সফল হোন
বরিশাল মার্কেটে রয়েছে পার্টটাইম কর্মেরও সুযোগ। প্রতি দিন ২ ঘন্টা থেকে চার ঘন্টা আপনার সময় অনুযায়ী সময় দিতে পারেন।
আপনার আয় থেকে আপনি ব্যয় করুন।
আপনার ব্যাংক, বিকাশ অথবা নগদ একাউন্টে আপনার টাকা পৌঁছে যাবে যথা সময়ে।
বেকারত্ব দুরীকরনে একঝাঁক তরুন ও অভিজ্ঞ লোকজন দিনরাত শ্রম দিয়ে যাচ্ছে “বরিশাল মার্কেট ডেভেলপমেন্টে। আমরা আপনাকে সাপোর্ট দিবো ২৪ ঘন্টা। “বরিশাল মার্কেট এ জয়েন হতে কোন টাকা পয়সা লাগেনা। জয়েন্ট সম্পুর্ন ফ্রি. আমরা আছি, আপনার পাসে সর্বদা।
পুঁজি আমাদের, শুধু শ্রম ও মেধা দিয়ে আপনিও হতে পারেন একজন উদ্যোক্তা।
ঘরে বসে আয় করুন। পুঁজি বিনিয়োগ করে হতে পারেন একজন পাটনার।
আগ্রহীরা যোগাযোগ করুন।