গৌরনদীর শরিকলে নদী ভাঙ্গনে সড়কের পাইলিং কাজের উদ্বোধন
প্রকাশ: ৪ জুন, ২০২০, ৯:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
গৌরনদী প্রতিনিধিঃ
বাটাজোর-সরিকল সড়ক মহির্ষা ঋষি বাড়ি সংলগ্ন নদী ভাঙ্গনে সড়কটিতে প্রতিদিন ভাঙ্গনের পাশাপাশি গর্তের সৃষ্টি হচ্ছে। এ সড়ক দিয়ে ভারী যানবহন চলাচল করলেও নৌ রুটের ভারী ও মালবাহী জাহাজ চলাচল করছে এই নদী দিয়ে যান চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।এতে পানির স্রোতে সড়কের মাটি ও গাছ ভেঙ্গে পরছে। ইউনিয়ন চেয়ারম্যানের প্রচেষ্টায় বেহাল দশার এ সড়কটি নির্মান ভাঙ্গন রোধে কাজের উদ্বোধন করেন ৭নং সরিকল পাইলট ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা।সাময়িক ভাবে গাছ দিয়ে পাইলিং দেয়া হচ্ছে। নদী ভাঙ্গনে সড়কের পাইলিং ও বালুর ব্যাগ বসিয়ে ভাঙ্গন রোধের কাজ চলছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উক্ত প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদল কবির,ঠিকদার পক্ষে আবদুস সালাম বাদল,ইউপি সদস্য ফারুক হোসেন সরদার,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এসময়ে উপস্থিত ছিলেন।