সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জাতীর পিতা বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী পালিত হয়েছে। সোম বার সকাল ১০ টায়আমখোলা হাইস্কুল মাঠ প্রঙ্গনে উপজেলার আমখোলায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা -দশমিনা এম পি এস এম শাহজাদা । বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে , সাধারন সম্পাদক গোলাম মস্তফা টিটো ,উপজেলা পরিষোদ চেয়ারম্যান মু.শাহিন শাহ , সহ-সভাপতি ও বি আর ডি বি চেয়াম্যান মু. মজিবুর রহমান প্যাদা ,ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন মোল্লা । আরও উপস্থিত ছিলেন বাবু কাশী নাথ দত্ত, তপন বিশ্বাস,বাবুল ভুইয়া,আমখোলা ইউনিয়ান চেয়াম্যান মোঃ কামরুজ্জামান মনির, জেলা যুবলীগ নেতা ফেরদাউচ মৃধা,মোতালেব আকন প্রমুখ। প্রধান অতিথি বলেন আগষ্টের মাস আমদের শোকের মাস। এ মাসে আমরা জাতীর পিতা সহ তাহার পরিবার বর্গকে স্বরন ও দোয়া করি । তিনি আরও বলেন বি এন পি জামাত এলাকায় গুজব ছড়াচ্ছে পদ্মা সেতুতে মাথা লাগবে এদিকে কান না দিয়ে সকল নেতা কর্মিকে সচেতন থাকার জন্য আহবান জানান। পরে সকল মানুষের মাঝে তবারক বিতরন করেন । অপর দিকে গোলখালী ইউনিয়নে শুহরী মাধ্যমিক বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক মাষ্টারের সভাপতিতে জাতীর পিতার শাহদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এম পি মহোদয় যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ান চেয়াম্যান নাসির উদ্দিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ হালিম হাওলাদার . গোলাম গাউচ তালুকদার নিপু,মোঃ নুর আলম জিকু প্রমুখ।