গরু জবাই করে ভূরিভোজের আয়োজন আর্জেন্টিনা সমর্থকদের
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
রোববার উপজেলার মাসকা ইউনিয়নের দুলাইন গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা এ আয়োজন করেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। খেলা দেখার জন্য বড়পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বাড়িতে বাড়িতে চলছে উন্নত খাবারের আয়োজন।
উপজেলার দুলাইন গ্রামের আর্জেন্টিনার সমর্থক আনোয়ার পারভেজ মানিক বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থকরা ফাইনাল খেলা উপলক্ষে খাওয়ার আয়োজন করেছি। এ জন্য আমরা ৮০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে জবাই করেছি। আমরা আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকদেরকেও দাওয়াত দিয়েছি।
আর্জেন্টিনা সমর্থক মানবাধিকার কর্মী হলি খান জানান, আমরা ফ্রেন্ডস সার্কেলের আয়োজনে রুটি মাংসের খাবারের ব্যবস্থা করেছি। তাছাড়া বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা সমর্থকরা খাবারের আয়োজন করেছেন।
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ব্রাজিলের সমর্থক আসাদুল করিম মামুন বলেন, আমার দল ফাইনালে না থাকলেও আজ সবার জন্য খাওয়ার আয়োজন করেছি। যারা এখানে খেলা দেখতে আসবেন, তাদেরকে খাওয়ানো হবে।
কেন্দুয়া থানার ওসি মো. আলী হোসেন বলেন, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষে সমর্থকদের উদ্দীপনার মধ্যে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি।