সোমবার ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ



কোটি টাকা চাঁদাবাজী কল্যাণ তহবিলের টাকা কোথায় :শ্রমিকরা অনাহারে অর্ধাহারে :খোজ নেই শ্রমিক নেতাদের
প্রকাশ: ১ মে, ২০২০, ৪:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোটি টাকা চাঁদাবাজী কল্যাণ তহবিলের টাকা কোথায় :শ্রমিকরা অনাহারে অর্ধাহারে :খোজ নেই শ্রমিক নেতাদের

মামুনুর রশীদ নোমানী :প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রায় এক মাস হয়ে গেল ঘুরছে না গাড়ির চাকা, এতে অভাব অনটনে দিনাতিপাত করছেন বরিশালের পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, শ্রমিকদের কল্যাণের নামে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নগুলোর তহবিলে প্রতি মাসে কোটি কোটি টাকা জমা হলেও সে তহবিল থেকে শ্রমিকরা কোনো সহায়তা পাচ্ছেন না। তাদের প্রশ্ন এসব টাকা যাচ্ছে কোথায়?

শ্রমিকদের একাধিক সূত্র মতে, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে পরিবহন খাতে চাঁদাবাজী অনেকটা ‘ওপেন-সিক্রেট’।

বরিশাল জেলা বাস মালিক সমিতির আওতায় নথুল্লাবাদ বাস টার্মিনাল ও বরিশাল -পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির আওতায় রুপাতলী বাস টার্মিনাল থেকে শত শত গাড়ি দেশের বিভিন্ন রুটে ছাড়তো। এ রুটগুলো থেকে প্রতিদিন মালিক সমিতির নামে লাখ লাখ টাকার মতো চাঁদা আদায় করা হয় বলে সংশ্লিষ্টরা জানায়। সে হিসেবে এ রুটগুলো থেকে মাসে কোটি টাকার বেশি টাকা চাঁদা আদায় হতো।

নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বরিশাল জেলা মালিক সমিতির নামে শত শত বাস চলাচল করে। এ রুটগুলো থেকে প্রতিদিন মালিক সমিতির নামে হাজার হাজার টাকা এবং মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় হতো।

বরিশাল -পটুয়াখালী মিনি বাস মালিক সমিতির অধিনে রুপাতলী বাস টার্মিনাল থেকে মালিক সমিতির নামে প্রতিদিন সমিতি ও স্ট্যাটারদের চাঁদাসহ হাজার হাজার টাকা আদায় করতো। সে হিসেবে মাসে লাখ লাখ টাকা এ রুটগুলো থেকে আদায় করা হতো।

বরিশাল নগরীতে বেবিট্যাক্সি,মাহেন্দ্রা , অটো গাড়ি,গ্যাসের গাড়ি চালকদের রয়েছে আলাদা আলাদা ইউনিয়ন। প্রতিদিন এসব গাড়ি থেকে হাজার হাজার হাজার টাকা করে চাঁদা আদায় করতো। সে হিসেবে মাসে লাখ লাখ টাকা আদায় করা হতো।

ইজিবাইক চালকদের কাছ থেকে ৩০-৫০ টাকা হারে প্রতিদিন অন্তত লাখ টাকার মতো চাঁদা আদায় করা তো। সে হিসেবে মাসে ৩ড় লাখ টাকা আদায় হবার কথা।

সব মিলিয়ে বরিশালের পরিবহন খাতগুলোতে প্রায় কোটি টাকার চাঁদা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া রয়েছে এ অঞ্চলের বৃহৎ শ্রমিক সংগঠন ট্রাক শ্রমিক ইউনিয়ন। এ সংগঠনের ‘আয়’ সবচেয়ে বেশি বলে প্রচলিত রয়েছে এবং সম্প্রতি অর্থ আত্মসাতের বিষয়টি গণমাধ্যমে আলোচিতও হয়েছে।

এদিকে, করোনা পরিস্থিতিতে পরিবহন বন্ধের পর মালিকপক্ষ ও শ্রমিকদের পক্ষ থেকে দায়সারা খোঁজ-খবর নিয়েছেন অভিযোগ করে শ্রমিকরা বলছেন, তারা কোনো আর্থিক সহায়তা পাননি। সরকারি কিছু চাল সিটি মেয়র ও জেলা প্রশাসকের মাধ্যমে পেয়েছেন অন্যান্য মানুষের মত।

শ্রমিক কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের নগদ কোনো অর্থ দেয়া হয়নি অভিযোগ করে শ্রমিকরা জানান, প্রভাবশালীদের হয়রানির ভয়ে এসব নিয়ে প্রতিবাদেরও সাহস নেই তাদের।

বর্তমানে শ্রমিকরা অর্ধাহারে অনাহারে জিবনযাপন করলেও তাদের পাশে নেই তাদের পাশে নেই পরিবহন সমিতি ও ইউনিয়নের নেতৃবৃন্দ। শুমিকরা অভিযোগ কনে বলেন,আমরা করোনা ভাইরাস আক্রমন করেছে মার্চ মাসেন ২৪ এপ্রিল। সে দিন থেকে লকডাউন। আমরা কি খেয়ে বাঁচবো। আমাদের কেউ খবর নেয়না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া