অশালীন পোশাক পরে সবসময় সমালোচনার শিকার হন উরফি জাভেদ। তবে সেসব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আরও বেশি অর্ধনগ্ন ছবি প্রকাশ করতে থাকেন। এজন্য আইনি ঝামেলায়ও পড়তে হয়েছে তাকে। হজম করতে হয়েছে হত্যা ও ধর্ষণের হুমকি। ফের বিপত্তিতে পড়লেন। মুম্বাই শহরে তন্ন তন্ন করে খুঁজেও বাড়ি ভাড়া পাচ্ছেন না উরফি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন উরফি। নিজের টুইটারে লিখেছেন, ‘মুসলিমরা বাড়ি ভাড়া দিচ্ছেন না আমাকে, কারণ আমি যে ধরনের পোশাক পরি তা তাদের অপছন্দ। হিন্দুরা আমাকে বাড়ি ভাড়া দিচ্ছেন না আমি মুসলিম বলে। মুম্বাইতে বাড়ি পাওয়া সত্যি দুষ্কর হয়ে উঠেছে আমার জন্যে।’
এর আগে পোশাকের কারণে দুবাই গিয়েও আইনি ঝামেলায় পড়তে হয়েছিল উরফিকে। তবে তিনি জানিয়েছিলেন, দুবাইয়ে পুলিশি ঝামেলার সঙ্গে পোশাকের কোনো সম্পর্ক ছিল না।
তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘শুটিং লোকেশনে কিছু সমস্যা থাকার কারণে সেটে পুলিশ আসে। একটি পাবলিক প্লেসে শুটিং সেট ছিল বলে, আমাদের শুটিংয়ের নির্দিষ্ট সময়সীমা দেওয়া ছিল। প্রোডাকশন টিমও সময় বাড়ায়নি। যার কারণে আমাদের চলে যেতে হয়। আমরা পরের দিন বাকি অংশের শুটিং করি। এ বিষয়টি মিটে গেছে। সেটে পুলিশ আসার সঙ্গে আমার পোশাকের কোনো সম্পর্ক নেই।’