বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



কৃষিকাজে আধুনিক প্রযুক্তির আগ্রাসনে হারিয়ে যাচ্ছে বাংলার লাঙ্গল
প্রকাশ: ২ জুলাই, ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কৃষিকাজে আধুনিক প্রযুক্তির আগ্রাসনে হারিয়ে যাচ্ছে বাংলার লাঙ্গল

সাব্বির আলম বাবুঃ
যুগে যুগে গ্রাম বাংলার কৃষি ও কৃষকের অন্তর জুড়ে তথা জীবনের সাথে ভালোভাবে মিশে আছে লাঙ্গল। সুপ্রাচীন কাল থেকে বাংলাদেশে লাঙ্গলের ব্যবহার চলে আসছে। হৃদয়ে মাটি ও মানুষের সম্পর্কের সেতু বন্ধন করেছে লাঙ্গল। আদিম যুগে বন্য মানব জীবনে লাঙ্গল আবিষ্কারের মাধ্যমেই পেয়েছিল আধুনিকতার ছোঁয়া। এটি ব্যবহারের ফলে শস্য উৎপাদনের মাধ্যমে কৃষক তথা মানুষ পেয়েছিল বেঁচে থাকার সম্বল। কিন্তু বর্তমানে কালের পরিক্রমায় ডিজিটালের জোয়ারে আধুনিক প্রযুক্তির টিলার -টাক্টরের আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে বাঙালির অন্যতম ঐতিহ্যের প্রতীক লাঙ্গল। হিন্দু পুরাণেও আছে লাঙ্গলের আলাদা মর্যাদা। সেখানে উল্লেক আছে, এক কালে রাজা জনকের রাজ্যে কৃষকের ক্ষেতে লাঙ্গলের ফলার সাথে উঠে এসেছিল পবিত্র রামায়ণ গ্রন্থের আলোচিত নায়িকা রামের স্ত্রী সীতা। যাকে কেন্দ্র করে লংকাপুরিতে ঘটেছিল বিখ্যাত রাম-রাবনের লড়াই। লাঙ্গল তৈরীর উপকরনের নামকরনও কিছুটা বৈচিত্রময়। কৃষক ইউনুস জানান, একটি জমি চাষের লাঙ্গল বানাতে বড়ই, কাঁঠাল, কড়ই ইত্যাদি গাছের কাঠ লাগে। পাশাপাশি গদ্দা, হাল, কাডা, বাদলাগারা, ঈশ, ঈশাতা প্রভৃতি উপকরনও প্রয়োজন হয়। প্রতিটি লাঙ্গল তৈরীতে সাধারণত ১৫০০-১৮০০ টাকা খরচ হয়। কৃষক যোতিন্দ্র জানান, একেকটি লাঙ্গলের ফলায় জড়িয়ে আছে কৃষক-কৃষানীর অনেক পরিশ্রম, ঘাম আর সুখ-দুঃখের অজানা কাহিনী। প্রতিদিন সকাল হলেই একজন প্রান্তিক কৃষক লাঙ্গল আর জোমাল কাঁধে নিয়ে চলে যায় চাষের জমিতে। যেকোন চাষ মৌসুম এলেই বেড়ে যায় কৃষকের ব্যস্ততা। কি বর্ষা, কি গৃষ্ম, কি শীত সব মৌসুমেই কৃষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের অকৃত্রিম বন্ধু এই লাঙলের সাহায্যে আমাদের জন্য ফসল ফলায়। গড়ে তোলে সুজলা-সুফলা-শস্য-শ্যামলা চীর সবুজ আমাদের এই বসুন্ধরা। তবে এখন আধুনিক প্রযুক্তির টাক্টর-টিলারের আধিপত্যে কৃষকের মাঠের কাজ অনেক কমে গেছে। স্বল্প খরচ আর দ্রুত সময়ে উন্নত প্রযুক্তির এই মেশিনে জমি চাষাবাদ করা যায় বিধায় কৃষক এখন লাঙ্গলের পরিবর্তে ডিজেল চালিত এ সকল যন্ত্রের দিকে ঝুঁকছে। ফলে প্রাচীন কৃষি যন্ত্র লাঙ্গলের সাথে তাদের দুরুত্ব ক্রমশই বাড়ছে। আশংকা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে সুপ্রাচীন বাংলার ঐতিহ্যবাহী এই লাঙ্গলের স্থান হবে জাদুঘরে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া   হাজতির স্ত্রীকে কু-প্রস্তাব দিলেন ঝালকাঠি কারাগারের জেলার আক্তার হোসেন শেখ