ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় শুক্রবার রাত ১১টা ৪৯ মিনিটে তাঁর ফেসবুকে নিজের ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা কমিটিকে মেয়াদোত্তীর্ণ দেখিয়ে বিলুপ্ত ঘোষণা করা হয়। কুয়েট ও চুয়েট শাখা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কুয়েটে জীবনবৃত্তান্ত নেবেন- কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত, উপসমাজসেবা সম্পাদক আহমেদ নাসিম ইকবাল এবং উপকর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আল মামুন।
চুয়েট ছাত্রলীগ নেতাদের জীবনবৃত্তান্ত নেবেন- ছাত্রলীগের সহসভাপতি আনন্দ সাহা পার্থ এবং সদস্য সাজিদ সাহান দীপ্ত।