করোনা বিপর্যয়ে বরিশালে এফ এফ এল বিডি ফাউন্ডেশনের সহায়তা প্রদান
|
স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় পৃথিবীর বিভিন্ন দেশ লকডাউনে রয়েছে। ফলে বিপাকে পড়েছে বাংলাদেশসহ বিভিন্ন দেশ। বাংলাদেশেও লকডাউন থাকায় প্রচুরসংখ্যক মানুষের কর্ম নেই। ফলে বর্তমান পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন দিনমজুর ও অসহায় মানুষ। এমন পরিস্থিতি বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও। অসহায়দের মাঝে সহায়তা প্রদান ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন। এর মধ্য রয়েছে খাদ্য পন্য বিতরন,লিফলেট,গ্লোভস,মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার। বিতরনকালে উপস্থিত ছিলেন এফ এফ এল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী,সিনিয়র সহ সভাপতি এস এম শিবলু সাদিক,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মুনিরা ইয়াসমিন, কোষাধ্যক্ষ নাজমুল সানী,সদস্য কাওসার, সৈয়দা সুলতানা হ্যাপী ,হাসান ইমাম,কে এম মাহমুদ প্রমুখ। কার্যক্রম সম্পর্কে মামুনুর রশীদ নোমানী বলেন, ‘এই দু্র্যোগ মুহূর্তে যেসব ভাই ও বোনেরা খাদ্য সংকটে আছেন তাদেরকে সহায়তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। পুরো পৃথিবী নভেল করোনাভাইরাসে আজ বিপর্যস্ত, তারমধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইউরোপ মহাদেশ। ইতালি, স্পেন, জার্মান, ফ্রান্স তৈরি হয়েছে মৃত্যুপূরীতে! এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশেও আতংক বিরাজ করছে। এই দুর্যোগ মুহুর্তে দিনমজুর ও অসহায়দের সহযোগীতা করুন। যার যা সমর্থন আছে সে অনুযায়ী এগিয়ে আসুন আপনিও। দান /অনুদান/সাহায্য পাঠাতে 01779235070/01839970603( বিকাশ পার্সোনাল) Account Name – ffl bd foundation Account Name – ffl youth foundation হটলাইন 01877732215/01712423877 লাইক পেজ : ওয়েব :
|