শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ



এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ পাসের হারে মেয়েরা এগিয়ে
প্রকাশ: ৩১ মে, ২০২০, ৬:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ পাসের হারে মেয়েরা এগিয়ে

স্টাফ রিপোর্টার : এ বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী।
রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তার স্বাক্ষরিত রিপোর্টে জানা গেছে, এবছর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ হাজার ১৩ হাজার ২৯৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৪৬৭ জন এবং ছাত্রী ৫৬ হাজার ৮২৮ জন। পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে ৪৩ হাজার ৩৫ জন ছাত্র আর ৪৬ হাজার ৫৮১ জন ছাত্রী।

বিভাগে পা‌সের হারে এগিয়ে রয়েছে পি‌রোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে।

গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৪১ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বে‌ড়ে‌ছে।

বরিশাল বোর্ডের ৫৪ কেন্দ্রে
শতভাগ পাস :

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৫৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
এবার শতভাগ পাস করেনি এমন কোন বিদ্যালয় নেই বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৪৩২টি বিদ্যালয়ের মধ্যে ৫৪টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে, যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৪টি, পটুয়াখালীতে ১০টি, পিরোজপুরে ৯টি, ঝালকাঠিতে ৯টি, ভোলায় ৬টি ও বরগুনায় ৬টি বিদ্যালয় রয়েছে।

এসএসসিতে বরিশালে
পাসের হারে মেয়েরা এগিয়ে…….

বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। বিগত বছরের ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।
বরিশালে এসএসসিতে মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮২ দশমিক ৬৭ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৭৬ দশমিক ৭২ শতাংশ। পাশাপাশি ২ হাজার ৩৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ১০৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।
বরিশাল শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ১ হাজার ৪৩২টি স্কুল থেকে ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ‘বিগত বছরের চেয়ে ফলাফল ভালো হয়েছে। তবে অন্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে এ দু’টি বিষয়ে ফলাফল ভালো হয়েছে। আশা করি সামনে আরও ভালো হবে।’

বরিশাল শিক্ষা বোর্ডে
বেড়েছে পাসের হার…………

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গত বছরের থেকে এবারে বেড়েছে পাসের হার।
বোর্ডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের থেকে ২ দশমিক ২৯ শতাংশ বেড়ে এবারে মোট পাশের হার দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৭০ শতাংশে। পাশাপাশি ২০১৮ সালের থেকে এ বছরে ২৯৪টি জিপিএ-৫ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৩ জনে।
এ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৩১ জন, আর মানবিক বিভাগে ৩২০ জন ও বাণিজ্য বিভাগে পেয়েছে ১৩২ জন।
বিগত সময়ের চেয়ে এ বছরে এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি। এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন। যার মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯০ জন এবং ছাত্রী ছিল ৫৬ হাজার ৩৪৬ জন। যার মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন।

অপরদিকে গত বছর ৫ হাজার ৮১৫ জনের পরীক্ষার্থী কম অংশগ্রহণ করে। যার মধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ছিল ৫৪ হাজার ২২ জন। এদের মধ্যে পাস করেছিল ৭২ হাজার ৫৩৫ জন।

এছাড়াও এ বছর গত বছরের চেয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এবছর ১০৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন, যা গত বছর ছিল ৯৫ জন।

এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ২৩ হাজার ৬৫৯ জন। মানবিক বিভাগে ৬৪ হাজার ২৫৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৪৭ হাজার ৯১৬ জন। বাণিজ্য বিভাগে ২২ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ১৮ হাজার ৪১ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, বিগত বছরের থেকে ফলাফল ভালো হয়েছে, তবে অন্যান্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে গণিত ও ইংরেজিতে ফলাফল ভালো হয়েছে। আশাকরি সামনে আরো ভালো হবে।

বরিশাল বোর্ডে সেরা
পিরোজপুর জেলা………….

এবারের এসএসসি’র ফলাফলে পাসের হারে এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।

গত বছরও পিরোজপুর জেলা পাসের হারে শীর্ষে ছিল। অপরদিকে এ বছরও ফলাফলে সর্বনিম্নে অবস্থান রয়েছে ভোলা জেলা এবং গত বছরের তলানিতে থাকা ঝালকাঠি জেলা ফলাফলে উন্নতি ঘটিয়ে এবার চতুর্থ স্থানে অবস্থান করছে।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৪৪টি বিদ্যালয়ের ১৩ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ১১ হাজার ১৩৫ জন। পাসের মধ্যে ছেলে ৫ হাজার ২৭ জন ও মেয়ে ৬ হাজার ১০৮ জন। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।
ksrm

দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। পাসের হার ৮৩ দশমিক ২০ শতাংশ। এ জেলায় ২৫৭টি বিদ্যালয়ের ২১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৫ জন। এর মধ্যে ছেলে ৯ হাজার ৩১৩ জন ও মেয়ে ৮ হাজার ৬৯২ জন।

অপরদিকে গত বছরের দ্বিতীয় স্থানে থাকা বরগুনা জেলা একধাপ নীচে এবারে তৃতীয় অবস্থানে রয়েছে। এবছরে এ জেলার ১৫১টি বিদ্যালয়ের ১২ হাজার ১২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৮০ জন। পাসের মধ্যে ছেলে ৪ হাজার ৯০১ জন ও মেয়ে ৫ হাজার ১৭৯ জন। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ১৪ শতাংশ।

গত বছরের তলানিতে থাকা ঝালকাঠি জেলা এবারে চতুর্থ স্থানে রয়েছে। এ জেলায় এবারের পাসের হার ৭৯ দশমিক ৫৫ শতাংশ। এবছর এ জেলায় ১৭০ স্কুলের ১০ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট পাস করেছে ৮ হাজার ৩৬৮ জন। যার মধ্যে ছেলে ৩ হাজার ৬৯৯ ও মেয়ে ৪ হাজার ৬৬৯ জন।

অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় ৪১৬ টি বিদ্যালয়ের ৩৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮ হাজার ৮৫২ জন। পাসের মধ্যে ছেলে ১৩ হাজার ১২৪ জন ও মেয়ে ১৫ হাজার ৭২৮ জন। এ জেলার পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া সর্বনিম্নে ৬ষ্ঠ স্থানে থাকা ভোলা জেলায় এবারে পাসের হার ৭৬ দশমিক ১৮ শতাংশ। এ জেলায় ১৯৪টি বিদ্যালয়ের ১৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ১৭৬ জন। পাসের মধ্যে ছেলে ৬ হাজার ৯৭১ জন ও মেয়ে ৬ হাজার ২০৫ জন।

বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী………

বরিশাল শিক্ষা বোর্ডে এবার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর প্রকাশিত ফলাফল অনুযায়ী, জিপিএ-৫ পেয়েছে মোট ৪ হাজার ৪৮৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ২ হাজার ৩৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ১০৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে গত বছর ৪ হাজার ১৮৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ২৯৪ জন বেশি।

বরিশাল শিক্ষা বোর্ডে ছয় বছরের মধ্যে এটিই সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড। এর আগে ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭৬২ জন। ওই বছরের তুলনায় ২০১৫ সালে জিপিএ-৫ পায় ৩ হাজার ১৭১ জন, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৫৯১টি কম।

২০১৬ সালে জিপিএ-৫ পায় ৩ হাজার ১১৩ জন, যা আগের বছরের তুলনায় ৫৮টি কম।

২০১৭ সালে তা আরও ৮২৫টি কমে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৮৮। তবে ২০১৮ সালে ১ হাজার ১৭৪টি বেড়ে জিপিএ-৫ পায় ৩ হাজার ৪৬২ জন। সে তুলনায় ২০১৯ সালে ৭২৭টি বেড়ে জিপিএ-৫ পায় ৪ হাজার ১৮৯ জন। আর এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আরও ২৯৪ জন বেড়েছে।

এবছর তিন বিভাগের মধ্যে বিজ্ঞানে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৩১ জন। এছাড়া, মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩২০ জন ও বাণিজ্য বিভাগে ১৩২ জন।

এবারে বরিশাল বোর্ডে পাসের হার ৭৯.৭০ শতাংশ, যা গত বছর ছিল ৭৭.৪১ শতাংশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: [email protected]

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

  নলছিটির মগড় ইউনিয়নবাসীর সেবা করতে চান মোঃ সাইফুজ্জামান সুমন তালুকদার   প্রাণ ফিরছে বরিশাল নগরীর ৭ খালে   বেতারের সঙ্গীত শিল্পী (পল্লীগীতি) হিসেবে মনোনীত হলেন অ্যাড: জুয়েল   বরিশালের মাহমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাচারী প্রধান শিক্ষিকা স্ট্যান্ড-রিলিজ !   বরিশাল ল’ কলেজে দুর্নীতি, উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ   অনিয়ম দুর্নীতির আতুরঘর বরিশাল বেতার : চলছে জোড়াতালি দিয়ে   বরিশাল ডাকঘরের ক্যাশিয়ার নুরুল কবিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ   দেড় লাখ মামলা মাথায় বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর   আলু শুন্য বরিশালের পাইকারী বাজার   বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের ওপর মার্কিন ভিসানীতি শুরু   মাদারীপুরের হিমাগারে ৩০ হাজার বস্তা, বাজারে আলুর কৃত্রিম সংকট   যুদ্ধ স্যাংশন সংঘাতের পথ এড়াতে প্রধানমন্ত্রীর আহবান   Mamunur Rashid Nomani charged with violating Bangladesh’s Digital Security Act   ঝালকাঠিতে রোহিঙ্গা আটক এসেছিলো ভোটার হওয়ার জন্য   সাঈদুর রহমান রিমনকে নিয়ে দিলিপ কুচক্র মহলের ষড়যন্ত্রের জবাব!   বাবুগঞ্জে ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক   নলছিটিতে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ   অপরাধ ঘটাতে আগাম ‘রেকি‘ করে গেছেন তারা!   ঝালকাঠি কারাগার: কু-প্রস্তাবের দাম দশ লাখ টাকা! জেলার বহাল তবিয়তে   রাজাপুর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতির আখড়া