অনলাইনে ঘড়ি বিক্রি করে সফলতা লাভ করছেন মোহাম্মদ ইব্রাহিম ওমর। দিন দিন গ্রাহকদের আগ্রহ বাড়ছে তার কাছ থেকে ঘড়ি নেয়ার। তাই তিনি অনলাইনের পাশাপাশি গ্রাহকদের কাঙ্ক্ষিত চাহিদা পূরণের জন্য করেছেন আউটলেটও। যেন দোকানে এসে গ্রাহক তার পছন্দমতো ঘড়ি কিনতে পারে।
মোহাম্মদ ইব্রাহিম ওমর আগে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। পরে নিজের স্ত্রী, দুই সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন।
মোহাম্মদ ইব্রাহিম ওমর বলেন, মুসলমান হওয়ার আগে আমার মোবাইলের দোকান ছিল। যেখানে মোবাইল সার্ভিসিং ও নতুন-পুরাতন মোবাইল বিক্রি করতাম। যেহেতু আমি হিন্দু ধর্মে ছিলাম। তাই আমার দোকানটাও ছিল হিন্দু এলাকায়। মুসলমান হওয়ার পরে অনেক কোণঠাসা হয়ে পড়ি। এলাকার হিন্দুরা আমাকে অন্যভাবে দেখা শুরু করে। আমার দোকানের গ্রাহকও কমে যায়।
ইব্রাহিম বলেন, তখন আমি আল্লাহ তায়ালার কাছে দুআ করতে থাকি। তিনি যেন আমার জন্য হালাল কোনো ব্যবসার পথ বের করে দেন। এরপরে এক রাতে স্বপ্নে দেখি, আমি ঘড়ির ব্যবসা করছি। এরপরই মূলত আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Ibrahim Mart’ নামে একটি পেইজ খুলে ঘড়ির ব্যবসা শুরু করি।
তিনি আরো বলেন, আমার আগের ব্যবসার মোটামুটি ২৯,৫০০ টাকার মতো ছিল। সেটাকেই পুঁজি বানিয়ে আল্লাহর তায়ালার ওপরে ভরসা করে ব্যবসা শুরু করি। এখন আলহামদুলিল্লাহ, আমার এই ব্যবসায় দুই লাখ টাকার শুধু ঘড়িই কেনা আছে। যা অনলাইনে বিক্রি করছি। এবং আরো নতুন ইলেকট্রিক গেজেট যোগ করার কাজ চলছে।
মোহাম্মদ ইব্রাহিম ওমর বলেন, মুসলমান হওয়ার পরে আমি খুব দুঃশ্চিন্তায় পড়ে গিয়ে ছিলাম। পরিবার নিয়ে কিভাবে জীবন ধারণ করব। কিন্তু, আল্লাহ তায়ালা আমাকে হতাশ করেননি। আমাদের জীবন ধরনের জন্য উত্তম ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে আমার এই অনলাইন শপ থেকে প্রত্যেক দিন প্রায় ২০-২৫ হাজার টাকার ঘড়ি বিক্রি হয়। গ্রাহকদের মন্তব্যও ভালো।
গ্রাহকদের কথা চিন্তা করে আমাদের ওয়েবসাইটও হচ্ছে। যেখানে ঘড়িসহ আরো অন্যান্য পণ্য খুব সহজে পাওয়া যাবে। আর আমরা সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে পণ্য পৌঁছে দিয়ে থাকি। সাভার চৌরঙ্গী সুপারমার্কেট পঞ্চম তালা সাভার ঢাক-১৩৪০ থেকে যে কেউই সরাসরি এসেও পণ্য গ্রহণ করতে পারবে।