উজিরপুরে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশ: ২৩ জুন, ২০২০, ১০:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
নাজমুল হক মুন্নাঃ
বরিশালের উজিরপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ উপলক্ষে ২৩ জুন মঙ্গলবার সকালে করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পন করেন নেতৃবৃন্দ।বিকেলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডঃ সালাউদ্দিন সিবু,উপজেলা যুগলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন সবুজ, ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, ইউপি চেয়ারম্যান মোঃ ইউসুফ হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভাশেষে দোয়া।