৫০ পঞ্চাশ বছর আগে ২৫ মার্চ রাতে সাধারণ মানুষের ওপর পাকিস্তান বাহিনীর হামলে পড়ার ভয়াল রাত স্মরণ করে নিজের ইন্সটাগ্রামে পোস্ট দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।
বাংলাদেশের মানুষের ওপর ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতার কথা স্মরণ করে সম্প্রতি ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী জয়া আহসান।
জয়া লিখেন, ‘চরমতম নিষ্ঠুরতায় ঠিক আজকের দিন থেকে পাকিস্তানিরা শুরু করেছিল গণহত্যা, বাঙালিদের বিরুদ্ধে, ঠিক ৫০ বছর আগে।’
তিনি লেখেন, ‘গণহত্যার রক্তাক্ত ধাপ পেরিয়ে মাথা উঁচু করে আছে বাংলাদেশ। যে জনতা মুক্তির স্বপ্নে মৃত্যুকে পেরিয়ে যাওয়ার সাহস দেখায়, গণহত্যার কী সাধ্য তাকে নিশ্চিহ্ন করে। শহীদদের অনন্ত শ্রদ্ধা।’
এই পোস্টের নিচে মুহূর্তেই ভরে ওঠে কমেন্ট বক্স। জয়ার ভক্তরা দেশ-বিদেশ থেকে সেখানে কমেন্ট করেন। তবে কিছু ক্ষেত্রে কেউ কেউ ক্ষোভ ঝেড়েছেন জয়ার কমেন্ট বক্সে।
জয়ার কমেন্ট বক্স নিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, ‘নেটাগরিকরা যেন অপেক্ষা করে বসেছিলেন। পোস্ট পড়তে না পড়তেই ঘপাৎ!’
‘কারও বক্তব্য, আক্ষেপ এটাই যে বাংলাদেশিরা এখনও পাকিস্তানকে ঘৃণার চোখে কেন দেখতে পারে না…’। কারও প্রশ্ন, ‘বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কম কেন’? শুধু তাই নয়, পাকিস্তানের নাগরিকরদের ‘ভাইজান’ সম্বোধন করা নিয়েও আপত্তি জানালেন এক নেটাগরিক।’
স্বাধীনতা দিবসের দিনেও জয়া আহসান আরেকটি পোস্টে বাবার মুখে মুক্তিযুদ্ধের গল্প শোনার স্মৃতিচারণ করেন তিনি।
যেখানে তিনি লেখেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বাবার গল্পে; প্রাণ নিবেদন করা বহু মুক্তিযোদ্ধার কাহিনীতে; পীড়িত নারীর আর্তিতে; বিদেশি বন্ধুদের হাতের আবাহনে; আকাশে উড়ন্ত লাল–সবুজে।’