আসুন, কিছুটা মানবিক হই মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে
প্রকাশ: ৫ মে, ২০২১, ৬:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
আসুন, কিছুটা মানবিক হই
মানুষ বেঁচে থাকে তার কর্মের মাঝে
প্রিয় সুহৃদ,শুভেচ্ছা ও ভালোবাসা নিরন্তর।
বিপদের সময় যারা ভীরু, তারা ঘরে খিল দিয়ে বসে। যারা সাহসী, তারা মানুষের বিপদে পাশে দাঁড়ায়। করোনাভাইরাসের সংক্রমণ থেকে যে মহাদুর্যোগের সৃষ্টি হয়েছে, তা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। এই যুদ্ধে আমাদের অবস্থান কী, সে সিদ্ধান্ত গ্রহণের এখনই সময়। এখনই সময় আমাদের প্রকৃত মানবিকতা প্রকাশের।
মাজে রমজানের শুরুতে নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত অর্ধশত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে এফ এফ এল বিডি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ।
আমরা সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের মুখে হাসি ফোটাতে ঈদের পুর্বে
ঈদ সামগ্রী বিতরনের উদ্যোগ নিয়েছি।
আশা করি আমাদের এই মহতি উদ্যোগে আপনার সাহায্য -সহযোগীতা বিগত দিনের ন্যয় অব্যাহত থাকবে।
কর্ম বা সাহায্য -সহযোগীতা ক্ষুদ্র হোক, কিন্তু তা যদি মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয় তবে হৃদয়ে কেমন যেন একটা আত্মতৃপ্তির অনুভূতি সৃষ্টি হয়।আসুন, ক্ষুদ্র ক্ষুদ্র ভাল কাজে বদলে দেই নিজেকে।
এ মানবিক কার্যক্রমে আলোকিত সমাজ গঠনে আপনার অংশ গ্রহন অনুকরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ্।