বরগুনা জেলাধীন বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে অগ্নিকাণ্ডে ১টি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হয়েছে প্রায় ০৯-১০ লাখ টাকা।
জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে (১৬ জুলাই) উপজেলার ওই গ্রামের শ্যামলাল মৃধার ঘরের বৈদুৎতিক লাইন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
নিমিষে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে। ইউপি চেয়ারম্যান নওয়াব হোসেন নয়ন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বেতাগী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছলেও এর আগেই গ্রামবাসীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকা নিরুপণ করলেও ক্ষতি ৯- ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত শ্যামলাল মৃধা জানান অগ্নিকাণ্ডে তার টিন সেডের ঘর, নগদ ৪ লক্ষ টাকা, ধান-চাল ৪০ মন , দেড় মন করে মুগ ডাল ও বাদাম,কাপড় ও বাসনসহ সর্বস্ব পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে শত্রুতাবশত কেউ আগুন দিয়েছে বলে দাবি স্থানীয়দের।