আজ বরগুনা -২ জাতীয় সংসসদীয় আসনের( বেতাগী -বামনা -পাথরঘাটা) সংসদ সদস্য গোলাম সবুর টুলুর ৮ম মৃত্যু বার্ষিকী। ২০০৮ সালে আওয়ামীলিগ মনোনীত প্রার্থী হিসাবে এই আসনে দীর্ঘ দিন পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। অল্পদিনের মধ্য তিনি সততা আর স্পষ্টবাদী আচরনে জনগনের নিকট জনপ্রিয় হয়ে উঠেন। ২০১৩ সালে নির্বাচনী এলাকার বেতাগী উপজেলায় সাংগঠনিক সভা শেষে ঢাকা যাবার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় সংসদ সদস্য গোলাম সবুর টুলু নিহত হন। তার স্রী সুলতানা নাদিরা বর্তমানে জাতীয় সংসদীয় সংরক্ষিত মহিলা আসন -৩১৫র সংসদ সদস্য।
গোলাম সবুর টুলুর মৃত্যু বার্ষিকীতে আজ সকাল বনানীতে তার পরিবার ও বন্ধুরা কবর জিয়ারত করেন। ঢাকাস্থ তার মধুমতি টাইলস কার্যালয় ছাড়াও, বেতাগী, বামনা ও পাথরঘাটায় সকাল থেকে কোরআনখানীর আয়োজন করা হয়। বিভিন্ন মসজিদে বাদ আছর নামাজ আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ।