বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় পুকুর থেকে মধ্য বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় থানায় মামলা দায়ের শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার খুব সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সঙ্গিয় অফিসার ও ফোর্স নিয়ে উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা হিন্দু নারী এর লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের গলায় রুপার চেইন, নাকে স্বর্নের নাকফুল, গলায় অলংকার রয়েছে। এ সময় পুলিশ ওই নারীর ব্যবহৃত জিনিসপত্র আলামত হিসেবে জব্দ করেছে। স্থানীয়রা লাশ দেখেও পরিচয় সনাক্ত করতে পারেনি।লাশের সুরতহাল রিপোর্ট শেষে শুক্রবারই বরিশাল শোবাচিম হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।