২১আগষ্ট গ্রেনেট হামলায় নিহত মোস্তাক আহম্মেদ সেন্টু’র কবরে শ্রদ্ধা ঞ্জাপন ও দোয়া
প্রকাশ: ২২ আগস্ট, ২০২২, ১২:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
নাজমুল হক মুন্না ::
২০০৪ সালের ২১আগষ্ট বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গ্রেনেট হামলায় নিহত আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সহ-সম্পাদক শহীদ মোস্তাক আহম্মেদ সেন্টু সহ সকল শহীদদের স্বরনে দোয়া মোনাজাত ও শহীদ সেন্টু কবর জিয়ারতের করেন নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ। ২১আগষ্ট রবিবার সকাল ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নে শহীদ মোস্তাক আহম্মেদ সেন্টুর বাড়ী রামারপুলে পারিবারিক কবরস্থানে,জিয়ারত সহ ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, শহীদ মোস্তাক আহমেদ সেন্টু’র স্ত্রী- কন্যা সহ মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি দুলাল মাহমুদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক রাজু ভূইয়া,নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুল আলম মুকুল সাধারন সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান শরীফ, উপজেলা আওয়ামীলীগ সদস্য এস এম কামাল পাশা, পৌর যুবলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক তরিকুল ইসলাম হিরন, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক এইচ এম জুয়েল, নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাওন মোল্লা, ছাত্রলীগ নেতা সুমন হাওলাদার, আশিফ চৌকিদার,গ্রামবাশী,।দোয়া অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে নেতা,কর্মি গন শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।