হিজলা ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২২, ৩:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
হিজলা প্রতিনিধি:
বরিশালের হিজলা উপজেলার থানা সংলগ্ন খুন্না বাজারে ব্যবসায়ীর দোকানে হামলা ভাংচুর লুটপাটের ঘটনা ঘটছে।জানা যায় শুক্রবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার বরজালিয়া ইউনিয়নের খুন্না বাজারে তারেক সুজ এন্ড কসমেটিকস এর মালিকের উপর হামলা দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।এ ঘটনায় ব্যবসায়ী তারেক খান জানায় গতকাল বিকালে তার দোকানে পার্শ্ববর্তি গ্রামের রিপন বেপারী জুতা ক্রয় করতে আসে।তখন তার সাথে জুতা বিক্রি নিয়ে কথার কাটাকাটি হয়।পরে রিপন বেপারী দোকান থেকে বের হয়ে তার স্ত্রী ইউপি সদস্য শিল্পী বেগম সহ ১৫/২০ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এ হামলা চালায়।এ ঘটনার পরের দিন শনিবার পর্যন্ত হামলা কারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়া ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
তাই শনিবার সকাল ৯ টার দিকে খুন্না বাজারের সকল ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে।এ সময় ব্যবসায়ীরা মানববন্ধনে ঘোষনা করে বলেন এ হামলা কারীদের যদি আইনের আওতায় আনা না হয়।তবে পরবর্তিতে বড় ধরনের কর্মসূচী দেওয়া হবে। পরে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া হামলা ভাংচুর লুটপাটের দোকান পরিদর্শন করে।এবং তিনি সকল ব্যবসায়ীদের উদেশ্য বলেন প্রশাসন এ হামলার সৃষ্ট তদন্ত করে ব্যবস্থা নিবে।তাই সকল ব্যবসায়ীদের শান্ত করে অপরাধীর বিচারের আশ্বাস দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে বলেন।