ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে হাতিয়া উপজেলার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
রোববার (২৩ অক্টোবর) রাতে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, রোববার মধ্যরাতে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে তা আরও শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। তবে মঙ্গলবার (২৫ অক্টোবর) ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ভোরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম বলেন, রোববার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।