সোমবার ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ



স্থানীয় সরকার মন্ত্রীর সাথে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৩, ৫:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির সাথে আজ শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৪.০০ টায় ঢাকা মিন্টু রোডের সরকারি বাসভবনে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নব-নির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে তিনি অভিনন্দন জানিয়ে বলেন সকল ডিপ্লোমা প্রকৌশলীদেরকে সংগঠিত হয়ে ডিপার্টমেন্টের উন্নয়নে কাজ করতে হবে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভূক্ত বি.সি.এস (জনস্বাস্থ্য প্রকৌশল) ক্যাডারে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৭৩ জন কে পদোন্নতি।গ্রেডেশন তালিকা হালনাগাদ সহ ডিপ্লোমা প্রকৌশলীদের পাশে থেকে উল্লেখযোগ্য অবদান রাখায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির ভূয়সী প্রশংসা করেন সভাপতি বেগম ফতেহ জামিমা বিনতে ইসলাম। তিনি প্রত্যাশা করেন আগামী দিনেও ডিপ্লোমা প্রকৌশলীর পাশে থাকবেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।এই সময়ে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান,সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রেজ্জাক, বাদশা মিয়া, এইচ এম শাহীন,সহ সভাপতি (সিলেট সার্কেল) আবদুর রব সরকার, সাধারণ সম্পাদক (চট্টগ্রাম সার্কেল) ফেরদৌস মজুমদার,যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, ও দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন,অর্থ সম্পাদক আনিছুর রহমান, সহ অর্থ সম্পাদক (চট্টগ্রাম) মমিন আলী,দপ্তর সম্পাদক মামুনুর রশীদ,তথ্য ও প্রচার সম্পাদক শাহীন আলম,নির্বাহী সদস্য তারেক হাসান,সদস্য আলী আশরাফ সহ অন্যান্য সদস্য বৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

প্রধান উপদেষ্টা : প্রফেসর শাহ্ সাজেদা ।

উপদেষ্টা সম্পাদক : সৈয়দ এহছান আলী রনি ।

সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।

যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল।

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669/01711358963

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।
© বরিশাল খবর সম্পাদক মামুনুর রশীদ নোমানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত