সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ২০১৮ সালের বেতনস্কেল চালু করার দাবিতে বিক্ষোভ
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
আজ সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোনারগাঁও টেক্সটাইলে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও ২০১৮ সালের বেতনস্কেল এবং ৮ ঘন্টা কর্মঘণ্টা চালু করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ বেল্লাল গাজী। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সভাপতি দুলাল মল্লিক, টেক্সটাইল শ্রমিক খুকুমণি, সাকিব, মাসুম গাজী প্রমুখ।
বক্তারা বলেন, টেক্সটাইল শ্রমিকদের জন্য ২০১৮ সালে যে ন্যুনতম মজুরি ঘোষণা করা হয়েছিল তা এখনো পর্যন্ত সোনারগাঁও টেক্সটাইলে বাস্তবায়ন হয়নি। বেতনস্কেলের তোয়াক্কা না করে একদিকে নামমাত্র বেতনে শ্রমিকদের ১২ ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হচ্ছে, আরেকদিকে শ্রমিকরা ইউনিয়ন করতে চায় বলে মালিকপক্ষ শ্রমিকদের উপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে। মালিকপক্ষ শ্রমিকদের ইউনিয়নের সদস্যপদ থেকে পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে ও জোরপূর্বক বেআইনীভাবে সাদা কাগজে সই নিচ্ছে। বক্তারা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধ করে অবিলম্বে মজুরি বোর্ড ঘোষিত ন্যুনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান অন্যত্থায় কঠোর আন্দোলনের জন্য মালিকপক্ষকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন।