সূর্য তরঙ্গ সেবা সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে গোস্ত বিতরণ
প্রকাশ: ১৮ মে, ২০২১, ৫:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার : স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সূর্য তরঙ্গ সেবা সংঘের উদ্যোগে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে ঈদের দিন সকাল ৬টায় দরিদ্র, অসহায়, অসচ্ছল প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়।
সূর্য তরঙ্গ সেবা সংঘের সভাপতি সোলায়মান পাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ শিহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সানাউল হক শাহীন মোঃ আঃ রহমান রবিন, সাধারণ সম্পাদ মোঃ আল আমিন-সাধারণ, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিড়া সম্পাদক মোঃআরিফুর রহমান, সদস্য মোঃমিজানুর রহমান প্রমুখ।
সূর্য তরঙ্গ সেবা সংঘের সভাপতি সোলায়মান পাশা বলেন ত্যাগের মাস রমজান। সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। করোনা মহামারী পরিস্থিতিতে অনেকের আর্থিক অবস্থা ভালো না। টাকা দিয়ে যা গোস্ত কিনে খাওয়ার মতো সামর্থ নেই তাদের কে আমরা সহযোগিতা করেছি। ছোট্ট উদ্যোগে যদি কারো মুখে হাসি ফোঁটাতে পারি তাহলে পূর্ণতা পাবে আমাদের উদ্যোগ। সূর্য তরঙ্গ সেবা সংঘ গত ২ বছরে ব্যাপক সামাজিক এবং মানবিক কাজ করেছে। সকল সহযোগিতা পেলে আরো বেশি বেশি সামাজিক কাজ করা যাবে।