সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বরিশালে ইসাহাকের দাফন সম্পন্ন
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ৩:০২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত কাপড় ব্যবসায়ী ইসাহাক মৃধার (৩৫) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার জোহরের নামাজ শেষে বরিশালের কাজিরহাট থানার একতা ডিগ্রি কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানান স্থানীয় ইউপি মেম্বার কামাল হাওলাদার।
ইসাহাকের ফুপাতো ভাই হুমায়ুন কবির খান জানান, বুধবার সকালে ঢাকা থেকে ইসাহাক মৃধার মরদেহ অ্যাম্বুলেন্সে করে বরিশালের কাজিরহাট থানার লতা ইউনিয়নে চরসন্তোষপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
ইসাহাকের বড় ভাই জহিরুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের স্ত্রী ও ছোট দুটি ছেলে আছে, ঢাকায় ব্যবসা করে ভালই জীবন-যাপন করছিল। মায়ের জন্য প্রতিমাসে টাকা পাঠাত। এখন আমার ভাইয়ের স্ত্রী ও নাবালক সন্তানদের কে দেখবে? কিভাবে ওরা বেঁচে থাকবে?’
ইসাহাক মৃধার স্ত্রী ফাতেমা আক্তার বিলাপ করতে করতে বলেন, ‘গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জের বাসায় আসার কথা ছিল। কিন্তু বাসায় আর ফিরতে পারেননি। আমরা পেলাম মরদেহ। এখন দুই ছেলে নিয়ে কীভাবে বাঁচব জানি না।’
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের চরসন্তোষপুর গ্রামের মৃত দুলাল মৃধার ছেলের ইসাহাক মৃধা ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন নারায়ণগঞ্জ শহরের ঢাকেশ্বরী ২ নম্বর সড়কে।
নিহত ইসাহাক মৃধার বড় ভাই জহিরুল ইসলাম বলেন, প্রতিদিন বিকেলে ব্যবসার কাজ সেরে গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জের বাসায় ফিরতেন ইসাহাক। মঙ্গলবার বিকেলে বিস্ফোরণের ঘটনায় ইসাহাক নিহত হন।