সঞ্জয় ব্যানার্জী, দশমিনা থেকেঃ
পটুয়াখালীর দশমিনায় সারা দেশের ন্যায় সকাল ১০টায় ৭তম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দশমিনা উপজেলার মোট ৫টি পরীক্ষা কেন্দ্রে রয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষার। মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গনিত পরীক্ষার মধ্যে দিয়ে এবছরের পরিক্ষা শেষ হয়।
উপজেলায় জেএসসি-৯৪৫ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে-৬৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। উক্ত পরীক্ষায় অনুপস্থিত কারিগরি শিক্ষা বোর্ডের ১৯৬ জন ও মাদ্রাসায় ২৫ জন।
দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মাওলানা একেএম মোসলেম উদ্দিন জানান, কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে জেডিসি পরীক্ষা।