সাগরে ভেসে আসার ৫ দিন পরে সেই বার্জের উদ্ধার কাজ শুরু
প্রকাশ: ১৯ জুলাই, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় ভেসে আসার পাঁচদিন পরে বিদেশি জাহাজটি (বার্জ) উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে দুটি ট্রাক বোর্ড দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়।
ওই বার্জটিতে প্রায় ১৩ হাজার মেট্রিক টন পাথর ছিল। এদিন সকালের দিকে বার্জটির মালিক পক্ষ রিলাইজিং অ্যান্ড শিপিং (কুতুব উদ্দিন অ্যান্ড কোং) এর কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।
এর আগে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ভোলার চরফ্যাশনে সাগর মোহনার চর নিজাম পয়েন্টে বার্জটি দেখতে পান স্থানীরা।
কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন জানান, সেই বার্জটিকে মালিক পক্ষের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। বর্তমানে দুটি ট্রাক বোর্ড দিয়ে সেটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।
বার্জ মালিক পক্ষ ‘রি-লাইন্স অ্যান্ড শিপিং’ চেয়ারম্যান মো. রাশেদ বলেন, গত বৃহস্পতিবার ভারতের ‘কাচিন আরা’ পোর্ট থেকে চট্রগ্রামের বাশখালীর দিকে আসার পথে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ছুটে গিয়ে বার্জটি পথ হারায়। এটি বাশখালি পাওয়ার প্লান্টের জেটি নির্মানের জন্য পাথর বোঝাই করে আনছিল। তিনি আরও বলেন, শুক্রবার (১৫ জুলাই) আমার বার্জটির সন্ধান পেয়ে সোমবার থেকে উদ্ধারকাজ শুরু করি। ‘রোজিনা’ ও ‘এএম একোডে’ নামে দুইটি জাহাজ দিয়ে বার্জের উদ্ধার কাজ চলছে। কিন্তু পানি কম থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। তবে ভাটা এলে উদ্ধার কাজ সম্ভব হবে বলে। এছাড়া বার্জের কোনো যন্ত্রপাতি বা ক্ষতির বিষয়টি উদ্ধারের পরে বিস্তারিত জানা যাবে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, সাগরে ভেসে আসা বার্জটি আমরা কোস্টগার্ডের মধ্যমে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।