সাইপ্রাসে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা ৮৪৩, মৃত্যু ২১
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২০, ৯:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
তৌফিক রাসেল, সাইপ্রাস থেকে: সাইপ্রাসের উত্তর- দক্ষিণ মিলে করোনা ভাইরাস সন্দেহে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৮৭৬৯জনের।এদের মধ্যে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৮৪৩ জন,এর মধ্যে মৃত্যুবরনকারী ২১ জন।সুস্থ হয়েছে ১৬৩ জন।সাইপ্রাসের বিভিন্ন দৈনিকের সুত্র থেকে জানা যায় যে, উত্তর সাইপ্রাসে করোনা ভাইরাস সন্দেহে ৫৮২৯ জনকে করোনা পরীক্ষা করা হয়েছে, এদের মধ্যে আক্রান্ত রোগী পাওয়া গেছে ১০৮ জন,মৃত্যু ঘটেছে ৪জনের।মৃত্যুবরণ কারীদের মধ্যে দুই জন জার্মানি ও দুইজন উত্তর সাইপ্রাসের নাগরিক ।সুস্থ হয়েছে ৮১ জন।এদিকে দক্ষিণ সাইপ্রাসে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ২৯৪০জনকে করোনা পরীক্ষা করা হয়েছে, রোগী পাওয়া গেছে ৭৩৫ জন।মারা গেছে ১৭জন।সুস্থ হয়েছে,৮২ জন।করোনা ভাইরাসের কারনে গত দুই মাস থেকে সকল ধরনের কাজ বন্ধ থাকায় প্রবাসীরা পরেছে বিপাকে ।এদিকে করোনা ভাইরাস আক্রান্ত থেকে মুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে প্রশাসন।এরই ধারাবাহিকতায় এই মাসের ৩০ তারিখ পর্যন্ত কারফিউ বহাল রেখেছেন সরকার ।পরিস্থিতি খারাপের দিকে গেলে কারফিউ এর সময় বাড়তে পারে বলে জানা যায় ।