বিশেষ প্রতিবেদক ॥ বরিশালে চলছে শোকের মাতম। একদিকে সিনিয়র সাংবাদিক আলী জসিম এর একমাত্র পুত্রের অকাল মৃত্যু। সাংবাদিক অঙ্গনে তাই শোকের ছায়া। যোহর নামাজ শেষে সিনিয়র সাংবাদিক ও বরিশাল আরটিভির ব্যুরো প্রধান আলী জসিম এর একমাত্র পুত্রের জারিফ এর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, মেজবাহ উদ্দিন ফরহাদ, মাহবুবুর রহমান পিন্টু প্রমূখ। এছাড়াও জেলার প্রায় ২০০ সাংবাদিকদের উপস্থিতিতে এই জানাজা নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও বরিশাল ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের। এর আগে জারিফের মৃত্যু সংবাদ জানতে পেরে ইসমাইল হোসেন নেগাবান, সিনিয়র সাংবাদিক আনিছুর রহমান স্বপন, মুরাদ আহমেদ, হুমায়ুন কবির, কাজী মিরাজ মাহমুদ, জুয়েল সরকার, সাঈদ মেমন, আরিফুর রহমান, সুমাইয়া জিসান সহ আরো অনেকেই শোকসন্তপ্ত পরিবারের কাছে ছুটে গেছেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি এবং আরটিভির বরিশাল প্রতিনিধি মোহাম্মদ আলী খান জসিমের একমাত্র ছেলে মুসাব্বির খান জারিফ গত রবিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৯ বছর। পরিবার সূত্রে জানা গেছে, এক বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন জারিফ। ভারতে দীর্ঘমেয়াদী চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। তিনদিন পূর্বে মাদারীপুরে বেড়াতে গিয়ে সেখানে ফুড পয়জনিং হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে রবিবার সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।