গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার রাজাপুরের ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম মিয়া, সরকারি ব্রীজের লোহার মালামাল বিক্রির উদ্যেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকায় বসে স্থানীয়রা তাকে আটক করেন। সরকারি ব্রীজের লোহার মালামাল বিক্রির ঘটনায় আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। বিক্রি করা মালামাল জব্দ করেছে উপজেলা এলজিইডি বিভাগ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের একটি লোহার ব্রীজ নির্মানের মালামাল ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদারের রাইচ মিলে রাখা ছিল। ওই রাইচ মিলের কর্মচারী চেঙ্গুটিয়া গ্রামের মনির হোসেন হাওলাদার রোববার বিকেলে ব্রীজের লোহার ভিম ও এঙ্গেল কুষ্টিয়া জেলার সিলেরঘাট এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম মিয়ার কাছে ৪০টাকা কেজি দরে ২৭৯কেজি ১১হাজার টাকায় বিক্রি করেন।
ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম মিয়া ওই মালামাল নিয়ে যাওয়ার সময় গৌরনদী উপজেলার রাজাপুর এলাকায় বসে স্থানীয়রা তাকে আটক করেন। পরে রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে তারা উপজেলা এলজিইডি বিভাগের সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়ে রোববার রাতে মালামাল জব্দ করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন।
এঘটনায় রোববার রাতেই রাজিহার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএম খোকন বাদী হয়ে মনির হাওলাদারসহ অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন।
ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াস তালুকদার জানান, আমার রাইচ মিলে একটি লোহার ব্রীজ নির্মানের জন্য সরকারি মালামাল রাখা ছিল। ওই মালামাল বিক্রির খবর পেয়ে আমি উপজেলা এলজিইডি বিভাগকে জানালে তারা গিয়ে ওই সরকারি ব্রীজের মালামাল জব্দ করেন।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, একটি লোহার ব্রীজের সরকারি মালামাল বিক্রির অভিযোগে ইউপি সদস্য বিএম খোকন বাদী হয়ে মনির হাওলাদারসহ অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন।