নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জালিয়াতির মাধ্যমে তৈরি শিক্ষাগত সনদ দিয়ে চাকরি নেওয়া মো. রেজাউল সরকার (৩৩) নামের এক প্রভাষককে গ্রেপ্তার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮)।
বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করে।
রেজাউল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চিলমারী এলাকার বাসিন্দা আব্দুস সামাদ সরকারের ছেলে। তিনি উপজেলার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের কম্পিউটার অপারেশন পদে প্রভাষক হিসেবে চাকরি করছিলেন।
র্যাব জানায়, গোপন সূত্রে তারা জানতে পারেন- ‘রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’ এর ভুয়া বিএসসি (অনার্স) সনদ দিয়ে গত ২০ ফেব্রুয়ারি থেকে চাকরি করছেন রেজাউল। পরে র্যাব ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে রেজাউলের সনদ ভুয়া বলে প্রমাণ পেলে বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিএসসির ভুয়া সনদ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুয়া প্রভাষক রেজাউলের বিরুদ্ধে জাল-জালিয়াতি-প্রতারণার অভিযোগে র্যাব বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেছে। রাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, ওই মামলার আসামি হিসেবে রেজাউলকে বৃহস্পতিবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।’’